স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আজ শেখ জামালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সাদা-কালোরা। একই ম্যাচে মোহামেডানের দুই খেলোয়াড়ের পা থেকে দুটি দৃষ্টি নন্দন গোলের দেখা মিলেছে। একটি করেছেন আরিফ হোসেন, অন্যটি আশরাফুল হক আসিফ।
শেখ জামালের সঙ্গে ড্র’য়ের ফলে ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে সাত পয়েন্টে শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে গেল মোহামেডান। গ্রুপের আরেক ম্যাচে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের টিকিট পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মোহামেডানের সঙ্গে ড্র’য়ের পরেও গ্রুপের তৃতীয় সেরা দুটি দলের একটি হিসেবে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে শেখ জামাল। তিন ম্যাচে তাদের পয়েন্ট চার।
ম্যাচের ২৮তম মিনিটে দারুণ এক গোলে মোহামেডানকে এগিয়ে নেন আরিফ হোসেন। বাম প্রান্ত থেকে বেশ খানিকটা পথ বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে পড়েন আরিফ, তাঁর গায়ের সঙ্গে সেঁটে ছিলেন রাশেদুল ইসলাম কিন্তু দুরূহ কোণ থেকে বাম পায়ের মাপা শটে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে ম্যাচে ফেরার সহজ সুযোগ নষ্ট করে শেখ জামাল। প্রতিআক্রমণে উঠে সোলাইমান সিল্লাহর নিখুঁত ডিফেন্স চেরা পাস সোহানুর রহমান সোহান গোলরক্ষকের গায়ে মেরে সমতার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। অবশ্য প্রথমার্ধেই সমতায় ফেরে শেখ জামাল। ৪৪তম মিনিটে বক্সের বাইরে থেকে স্টুয়ার্ট কর্নেলিয়াসের বুলেট গতির কোনাকুনি শট জাল খুঁজে নেয়। ঝাঁপিয়ে বলের নাগাল পাননি সাদা-কালো গোলরক্ষক সুজন হোসেন।
দ্বিতীয়ার্ধেও রোমাঞ্চ ছড়িয়েছে। ৭১তম মিনিটে আবারো এগিয়ে যায় মোহামেডান। চোখ ধাঁধানো গোলটি করে আশরাফুল হক আসিফ। বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। ক্লিয়ারও করেছিলেন, কিন্তু তার শট বল যায় আসিফের পায়ে। প্রায় ৩০ গজ দূর থেকে মাপা শটে জাল খুঁজে নেন তিনি। তবে পাঁচ মিনিট বাদে আবারো সমতায় ফেরে শেখ জামাল। বক্সের বাইরে থেকে সোলাইমান সিল্লাহর শট নিচু করে নেওয়া শট গোলরক্ষক সুজনকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। চার মিনিট পর শেখ জামালকে এগিয়ে যেতে দেননি সাদেকুজ্জামান ফাহিম। গোলরক্ষকে একা পেয়ে যাওয়া কর্নেলিয়াস শট নেওয়ার আগ মুহূর্তে পাশ থেকে নিখুঁত ট্যাকলে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। তাতে এক পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০