স্পোর্টস ডেস্ক : টিম ইন্ডিয়ার পেস ইউনিটের কান্ডারি যশপ্রীত বুমরাহ কবে চোট কাটিয়ে বাইশগজে ফিরবেন, জানেন না কেউ। তেমন আশার খবর দিতে পারলেন না কাপ্তান রোহিত শর্মাও। মঙ্গলবার (২৪ জানুয়ারি) নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছিল বুমরাহ প্রসঙ্গ। জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘বুমরার দলে ফেরা নিয়ে আমি এখনও কিছু জানি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টেস্টে ওকে পাব না। আশা করছি, পরের দুটো টেস্টে পাব। কিন্তু সেটাও আমার আশা। বুমরাহ ফিরতে পারবে কি না জানি না।’
আগামী অক্টোবরে ভারতে একদিনের বিশ্বকাপ। দেশের মাটিতে শিরোপার স্বাদ পেতে বুমরাহকে চাইবে দল। তবে তারকা এ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। সে কথা শোনা গেছে রোহিতের মুখেও। ভারত অধিনায়ক বলেন, চোট সারিয়ে ফেরা সহজ নয়। পুরোপুরি সুস্থ হয়ে না ফিরলে আবার চোট লাগার সম্ভাবনা থাকে। আর সামনের কয়েক মাসে অনেক খেলা আছে। তাই আমরা পুরো সুস্থ বুমরাহকে চাইছি।
এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে সুস্থ হচ্ছেন বুমরাহ। তার দেখভাল করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। বুমরাহর চোট নিয়ে তারা চিকিৎসকেদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, আমরা জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি। বুমরাহর পুরো সুস্থ হতে যত সময় লাগবে সেটা ওকে দেয়া হবে।
গত বছর ইংল্যান্ড সফরে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। তারপর থেকে দলের বাইরে তিনি। সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি ভারতের ডানহাতি এ পেসার। কিছুটা হলেও তার অভাব ভুগিয়েছিল ভারতকে। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ ঘোষণার পর বুমরাকে দলে ঢোকানো হয়েছিল। যদিও সিরিজ শুরু হওয়ার আগে আবার ছিটকে গিয়েছিলেন তিনি। বোর্ড জানিয়েছিল, পুরো সুস্থ না হওয়ায় বুমরাহ খেলতে পারবেন না।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২১