স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের সেই দলের অধিনায়ক করা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেয়েরা। বিশ্বকাপ শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শারমিন সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতা মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি। স্ট্যান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৫