আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : (মৌলভীবাজার) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাহাড়ি অঞ্চল সহ চা বাগানে শীতের মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে এলাকায় কনকনে শীতের ঠান্ডা ছড়িয়ে পড়েছে চারদিকে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার যোগ হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার (২০ জানুয়ারী) ২০২৩ ইং সকালে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিস। জানা যায়, গত কয়েকদিন যাবত কুয়াশায় ঢেকে আছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বেলা বাড়ার সঙ্গে সূর্যের তাপ বাড়তে শুরু করে । তবে বিকেল থেকে আবার ঠাণ্ডা জেঁকে বসে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঠান্ডার তীব্রতা ছড়ায় ।
সারা জেলায় কনকনে ঠান্ডায় কেটে খাওয়া মানুষের জন্য স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয় পরেছে। তীব্র শীতে বিভিন্ন স্হানে দেখাগেছে সমাজসেবকেরা কম্বল বিতরণ করে আসছেন এতে দুর্ভোগে থাকা মানুষেরা কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানা গেছে।
কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪০