এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন পাকা দোকান ভাংচুরপূর্বক মা-মেয়েকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সন্ত্রাসী স্থানীয় মিজান গং এর বিরুদ্ধে। গত ২ জানুয়ারি (সোমবার) আনুমানিক বিকাল ৩টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছকিনার বাপের পাড়া এলাকায় জায়গা-জমির বিরোধের জেরে স্থানীয় মিজান খলিফার নেতৃত্বে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, আবুল হোছাইনের স্ত্রী রাশেদা বেগম (৬০) ও তার মেয়ে জোসনা বেগম (৪০)।
গত ২ জানুয়ারি হতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ত্রাসী হামলায় আহত মা-মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।এ ঘটনায় গুরতর আহত রাশেদা বেগমের স্বামী আবুল হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় মিজান খলিফাকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।মামলা থেকে রেহায় পেতে প্রতিপক্ষ মিজান খলিফা তার স্ত্রীকে বাদী করে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি সাজানো মামলা রেকর্ড করেন।এ দিকে সাজানো মামলায় হয়রানির প্রতিবাদে ১৮ জানুয়ারী(বুধবার)বিকালে ইউনিয়নের সাহারবিল বাজারে এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী পরিবার।মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচীতে সন্ত্রাসী কতৃক গুরুতর আহত রাশেদা বেগমের কণ্যা রুমায়ুন জন্নাত জানান,তাদের খতিয়ানভুক্ত জায়গায় দোকানঘর নির্মাণ করতে গেলে স্থানীয় চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী কে ভুল বুঝিয়ে নির্মাণ কাজে বাঁধার সৃষ্টি করে প্রতিপক্ষ মিজান খলিফা গং।মিজান খলিফা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে তাদের দোকানঘর নির্মাণে বাঁধার সৃষ্টি করে।
এতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার মা ও খালাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এই হামলার ঘটনায় সন্ত্রাসীরা তা মা রাশেদা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের তিনটি আংগুল বিচ্ছিন্ন করে ফেলে।এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রেকর্ড হওয়ায় ক্ষিপ্ত হয়ে মিজান খলিফা তার নিজের দোকান নিজে পুড়িয়ে দিয়ে যাতে বিএমএস উচ্চ বিদ্যালয় ও সাহারবিল রেসিডেন্সিল স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুল পোশাক পুড়ানো হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে তার স্ত্রীকে দিয়ে একটি সাজানো মামলা চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে রেকর্ড করেন।আদালতে সাজানো মামলা হওয়ায় তাদের পরিবারের সদস্যগণ বাড়ীর ছেড়ে পলাতক আছে এবং এলাকার নিরীহ লোকজনের সাথে তার স্কুল ছাত্র ভাইকে ও মামলায় আসামী করা হয়েছে।সাজানো মামলা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী পরিবার।
কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৩/রাত ১০:০৬