স্পোর্টস ডেস্ক : খুশদিলের রেকর্ডগড়া ফিফটিতে ১৮৪ রানের পুঁজি দাঁড় করনো কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ৩৩ রানে। ঢাকা ডমিনেটরসকে হারিয়ে তারা তুলে নিয়েছে হ্যাটট্রিক জয়। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হারায় সৌম্য সরকারকে। ৪ বল খেলা এই ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। রবিন দাসও ফিরেছেন নিজের নামে রান যোগ না করেই। ৩ বল ক্রিজে টিকেছিলেন তিনি। আহমেদ শেহজাদ কিছুটা ঝলক দেখালেও পারেননি তা ধরে রাখতে। ১৭ বলে ১৯ রান করে ফেরা এই ব্যাটার মারেন তিনটি চার।
কুমিল্লার হয়ে হাসান আলি, তানভির ও মোসাদ্দেক নিয়েছেন একটি করে উইকেট।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০