শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

কুমিল্লার হ্যাটট্রিক জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : খুশদিলের রেকর্ডগড়া ফিফটিতে ১৮৪ রানের পুঁজি দাঁড় করনো কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ৩৩ রানে। ঢাকা ডমিনেটরসকে হারিয়ে তারা তুলে নিয়েছে হ্যাটট্রিক জয়। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হারায় সৌম্য সরকারকে। ৪ বল খেলা এই ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। রবিন দাসও ফিরেছেন নিজের নামে রান যোগ না করেই। ৩ বল ক্রিজে টিকেছিলেন তিনি। আহমেদ শেহজাদ কিছুটা ঝলক দেখালেও পারেননি তা ধরে রাখতে। ১৭ বলে ১৯ রান করে ফেরা এই ব্যাটার মারেন তিনটি চার।

পরে মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন মিলে গড়েন ৫১ রানের জুটি। তবে ১ ছক্কা আর ৩ চারে ৩৪ বলে ৩৬ রান করা মোহাম্মদ মিঠুন ফিরে গেলে ভাঙে সে জুটি। পরে অধিনায়ক নাসির হোসেন আরিফুল হকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন। নাসিরের ব্যাট থেকে আসে দুটি চার ও সাতটি ছক্কা। ৪৫ বল খেলে অপরাজিত থাকেন ৬৬ রানে। ১৭ বলে ২৪ রানের ইনিংস খেলা আরিফুলের ব্যাট থেকে একটি ছক্কা ও দুটি চার। তবে আর কোনো উইকেট না হারালেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ঢাকা।

কুমিল্লার হয়ে হাসান আলি, তানভির ও মোসাদ্দেক নিয়েছেন একটি করে উইকেট।

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit