আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আর তাই এ হামলার ব্যাখ্যা জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা। খবর আনাদোলু এজেন্সির।
দিনিপ্রো শহর কাউন্সিল জানিয়েছে, ওই দিনের হামলায় ৯ তলা ভবনের প্রায় ৭২টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। যাতে প্রায় চার হাজার বাসিন্দা ছিল।
রাশিয়ার ওই হামলার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। গত সপ্তাহে ইউক্রেনে ৪০ কোটি কানাডিয়ান ডলার সাহায্য পাঠিয়েছে কানাডা।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫