বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. আতিকুল্লাহ (৪৫)। রবিবার সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখার সময় পুলিশের ওই কর্মকর্তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ কর্মকর্তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. সাইদুল ইসলাম (৩১) কে পুলিশ তাৎক্ষনিকভাবে আটক করেছে। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেহাইর গ্রামের মো. বজলু মিয়ার ছেলে। তাকে থানায় আটক করে রাখা হয়েছে। পুলিশ জানায়, রবিবার বিকেলে বাবা-মাকে পুড়িয়ে মারতে যাওয়া ওই যুবককে আটক করতে গেলে ওই পুলিশ কর্মকর্তা আহত হন। সাইদুল ইসলাম মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয় সূত্র পুলিশকে অবহিত করা হয়েছে। সাইদুলের বাবা-মাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘বেহাইর গ্রামের এক যুবক তার বাবা-মাকে ঘরে আটকে আগুনে পুড়িয়ে মারা চেষ্টা করছিলো বলে ‘৯৯৯’ এর মাধ্যমে খবর আসে। এ অবস্থায় ঘটনাস্থলে যায় পুলিশ। ওই যুবককে ধরতে গেলে এস.আই আতিকুল্লাহকে ছুরিকাঘাত করে ওই যুবক। আহত অবস্থায় আতিকুল্লাহকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৮