ডেস্কনিউজঃ নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৭ জনের প্রাণহানির ঘটেছে। এতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দলটির চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেপালে প্লেন বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন।
কিউএনবি/বিপুল/১৫.০১.২০২৩/ রাত ৮.২০