শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। সারাদেশের মতো সিলেটের চলছে শীতের প্রকোপ। এতে করে বিপাকে পড়েছেন সিলেটের ছিন্নমূল ও অসহায় মানুষগুলো। ঠিক যে সময় শীত তীব্র প্রকোপ হয়ে উঠেছে ঠিক তখন শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
শীতের শুরু থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। গত ১০ জানুয়ারি থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে রাতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্র বিতরণ কালে তিনি বলেন, যতদিন শীতের তীব্রতা থাকবে ততদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে, ৪নং ওয়ার্ড বাসীর সুখে দুখে আমি পাশে রয়েছি ভবিষ্যৎতে ও থাকবো ইনশাল্লাহ।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫