রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়ন বজ্রমতলি মোড় বাজারে গোপন সংবাদে ভিত্তিতে গত ১৩ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময়, কান্ধাল রাস্তা হইতে হরিপুর গামী রাস্তায় বজ্রমতলির বাগানে পাশে রাস্তা ক্রসিং এর সময়,( ঢাকা মেট্রো-১৪-৬৫৮৩) গাড়িতে ফেনসিডিল বহন কারি সন্দেহ হলে গাড়িটি আটক করে থানা পুলিশ। এসময় গাড়ীতে থাকা ২২০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় ।
হরিপুর থানার এস আই আবু ঈসা ,এস আই রাকিবের ও রাশেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হরিপুর তিনুয়া গ্রামের হাসির উদ্দিনের ছেলে শামিম (৩১) কে আটক করে ।এসময় সাথে থাকা প্রাইভেট কারটিও আটক করা হয়।হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪