খাগড়াছড়ি সদর জোনের উদ্যােগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
১৬৬
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা,সুপেয় পানির সংকট নিরস, যোগাযোগ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যােগে দুস্থ গরিব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি ২০২৩ইং ) সকালের দিকে খাগড়াছড়ি সদর জোনের উদ্যােগে সদর জোন মাঠে অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে.কর্ণেল মো: সাইফুল ইসলাম সুমন, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের দুস্থ, গরীব ও অসহায় মানুষদের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি ও সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যে এই জোনের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরণের অনুদানমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, মেজর মো. শামীম রহমান সহ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ, শীত বস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহয়তা কামনা করেন।