মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই হোটেল মালিককে ১৮ হাজার টাকা এবং নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে আরো দুই মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে বাংলাহিলি বাজার ও হিলি স্থলবন্দরের সামনে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম বলেন, হিলি বাজারের বিভিন্ন খাবার হোটেলে পচাঁ এবং ফ্রিজে বাশি খাবার রাখার অপরাধে হিলি বাজারের বিভিন্ন হোটেলে অফিযান পরিচালনা করা হয়।
পরে মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দুইজন ব্যবসায়ীকে ২ হাজার ৫শ টাকা ও হিলি স্থলবন্দরের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তিনটি হোটেলকে সর্তক করা হয়েছে। জনসার্থে এই অফিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫১