আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার আবারও শপথ নিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সহযোগিতা জোরদারের অভিপ্রায় ব্যক্তি করেছে ক্রেমলিন।
নেতানিয়াহুকে দেওয়া স্বাগত বার্তায় পুতিন বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি-নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, সব ক্ষেত্রে রাশিয়া-ইসরায়েল সহযোগিতা জোরদারের বিষয়টি আপনার নেতৃত্বাধীন নতুন সরকার অব্যাহত রাখবে বলে আমি আশা করি।”
পুতিন বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে নেতানিয়াহুর ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদি অবদানের প্রশংসা করেন তারা। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর ইসরায়েল নিরপেক্ষতা বজায় রাখতে একটি সতর্ক অবস্থান গ্রহণ করে। সূত্র:আল জাজিরা
কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪