শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মানবাধিকার বাদী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার এক প্রতিনিধি সভা বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরের অস্থায়ী কার্যালয়ে ২৩ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দল তাদের নির্বাচনী ইশতেহারে ঐক্য পরিষদের ৭ দফা দাবী বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র এক বছর কাল বাকী আছে। কিন্তু ইশতেহারের প্রতিশ্রুত দাবী পূরণে আজও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আগামী ৬ ও ৭ জানুয়ারি ২০২৩ ইংরেজি “চল চল ঢাকা চলো” কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সিলেট জেলার অন্তর্ভুক্ত উপজেলা ও পৌরসভা কমিটির প্রতিটি শাখার নেতৃবৃন্দ ” প্রতিনিধি ” সভায় উপস্থিত হয়ে ঢাকা চলো এবং শাহবাগের সমাবেশ সফল করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। প্রাথমিক আলোচনার পরে সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ কারনে সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল মহোদয়কে চলমান সভার সভাপতিত্বের দায়িত্ব অর্পন করে সভাপতি মহোদয় ঢাকায় চলে যান।ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্হ সংগঠনের সহ সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ফিলিপ বিশ্বাস জেলা কমিটি সিনিয়র সদস্য এডভোকেট প্রহল্লাদ চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস,
যুব বিষয়ক সম্পাদক ধনঞ্জয় দাশ ধনু, জেলা সদস্য অমলেন্দু দে অমল, জেলা প্রচার সম্পাদক ভানু লাল দাস, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য্য, বিয়ানীবাজার উপজেলা সভাপতি দেবাশীষ পুরস্কায়স্থ, বিশ্বনাথ উপজেলার সভাপতি শংকর দাশ শঙ্কু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, জকিগঞ্জ উপজেলার সভাপতি বিভাকর দেশমূখ্য, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক লিপ্টন তালুকদার, কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।চল চল ঢাকা চল কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা কমিটি কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়।
কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫