স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের সাথে সাথে মোটা অঙ্কের অর্থও মিলেছে আর্জেন্টিনার। এবারের বিজয়ী দল হিসেবে মেসি বাহিনী পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসেবে যা ৪৪০ কোটি। রানার্সআপ হওয়া ফ্রান্সের মিলেছে বিপুল অর্থ। দলটি পেয়েছে ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ৩১৪ কোটি টাকা। আর তৃতীয় অবস্থানে বিশ্বকাপ শেষ হওয়া ক্রোয়েশিয়ার পেয়েছে প্রায় ২৮৩ কোটি টাকা।
কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার বা ২৬২ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার করে। টাকায় যার পরিমাণ প্রায় ১৭৮ কোটি টাকা। শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার বা ১৩৬ কোটি টাকার কিছু বেশি অর্থ সাথে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার বা ৯৪ কোটির টাকার কিছু বেশি।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০