স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই মরক্কোর সঙ্গে হেরে বাদ পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। নিজের দল বাদ পড়ায় ফাইনালে কার পক্ষে সিআর সেভেন? এটি নিয়ে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের শেষ নেই। খবর মার্কার।
রোনাল্ডো আজ আর্জেন্টিনার পক্ষে থাকবেন। মেসি-এমবাপ্পের মধ্য থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই বেছে নিয়েছেন তিনি।
এর একটি কারণও আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বান্ধবী জর্জিনা রদ্রিগেজের জন্য আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন রোনাল্ডো। তিনি লিখেছেন— ‘আমার গার্লফ্রেন্ড আর্জেন্টাইন। অনেকেই হয়তো জানেন না, জর্জিনার আর্জেন্টিনা এবং স্পেন দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। তাই আমি আর্জেন্টিনাকে ভালোবাসি।’
বিশ্বকাপে এ পর্যন্ত তিনবার দেখা হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্সের। এর মধ্যে গত বিশ্বকাপের শেষ ষোলোতে হেরেছে আর্জেন্টিনা। আর বাকি দুটিতে হেরেছে ফ্রান্স।
কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬