ডেস্কনিউজঃ ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে রুশ বাহিনী। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী ৬০ টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিম ও কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র কিরিভি রিহে আবাসিক ভবনে আঘাত হানলে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া খেরসনে আরেক জন নিহত হয়েছেন।
চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনে আবাসিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ কাঠামোতে হামলার পরিমাণ বাড়িয়েছে বলে দাবি কিয়েভ কর্মকর্তাদের। দেশটির খারকিভ এবং অন্যান্য অঞ্চলে রুশ বাহিনীর হামলায় পুরোপুরি অন্ধকারে নেমেছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, দেশজুড়ে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনারগো বলেছে, শুক্রবার হামলার পর থেকে বিদ্যুতের ব্যবহার অর্ধেকে নেমে গেছে।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেছেন, ইউক্রেনজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রুশ বাহিনী মোটে ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিয়েভের কর্মকর্তারা দাবি করেছেন, শুধু কিয়েভেই ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে ৩৭টি ভূপাতিত করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৯৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
কিউএনবি/বিপুল/১৬.১২.২০২২/ সন্ধ্যা ৭.৪০