শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আর্ন্তজাতকি খ্যাতসিম্পন্ন ইসলামী চন্তিাবদি, মুনাযীরে আযম, বাহরুল উলুম, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দসিীন, শায়খুল হাদসি, মুফতয়িে আযম, পীরে কামলি, হযরত আল্লামা মুফতি মুজাহদি উদ্দীন চৌধুরী দুবাগী ছাহবে কবিলাহ (রহ.)’র ঈসালে সাওয়াব মাহফলি শনবিার (১০ ডসিম্বের) বয়িানীবাজারে তাঁর গ্রামরে বাড়তিে অনুষ্ঠতি হয়ছে।
মাহফলিে প্রধান অতথিরি বক্তব্য রাখনে বশিষ্টি ইসলামী চন্তিবদি, ইয়াকুবয়িা হফিজুল ক্বোরআন র্বোডরে চয়োরম্যান আল্লামা হাফজি ফখরুদ্দীন চৌধুরী ছাহবেজাদায়ে ফুলতলী। প্রধান বক্তা হসিাবে বক্তব্য রাখনে ঐতহ্যিবাহী সৎপুর কামলি মাদ্রাসার অধ্যক্ষ (অব:) শায়খুল হাদসি আল্লামা শফকিুর রহমান। বশিষে অতথিি হসিাবে বক্তব্য রাখনে রাখালগঞ্জ দারুল কোরআন ফাজলি মাদ্রাসার প্রন্সিপিাল (অব:) আল্লামা হববিুর রহমান ছাতকী।
মাহফলিে আরো বক্তব্য রাখনে কালগিঞ্জ বাজার জামে মসজদিরে খতবি মাওলানা আজজিুর রহমান, ময়িার বাজার আলয়িা মাদ্রাসার প্রন্সিপিাল মাওলানা আব্দুল মুক্তাদরি খান, চান্দগ্রাম সনিয়ির মাদ্রাসার ভাইস-প্রন্সিপিাল মাওলানা ওহদিুজ্জামান চৌধুরী খসরু, ভূরকী হাববিয়িা মাদ্রাসার সনিয়ির শক্ষিক মাওলানা হাফজি শফকিুর রহমান সরিাজী, বশিষ্টি ইসলামী চন্তিাবদি লখেক ও কলামস্টি হাফজি মাছুম আহমদ দুধরচকী, বশিষ্টি ইসলামী বক্তা মাওলানা আব্দুল আহাদ জহিাদ,ি গাজরি মুকাম মাদ্রাসার সনিয়ির শক্ষিক মাওলানা আব্দুল মালকি লতফিী, দক্ষণি মাথউিরা জালালয়িা মহলিা মাদ্রাসার ভাইস-প্রন্সিপিাল মাওলানা কামাল হোসনে আল-মাথহুরী, সরিাজুল হুফফাজ হযরত চান্দগ্রামী বড় হাফজি সাহবে (রহঃ)’র নাতি মাওলানা মোহাম্মদ কুতবুল আলম চান্দগ্রামী, দুবাগ বাজার হাফজিয়িা দাখলি মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ, দুবাগ বাজার হাফজিয়িা দাখলি মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল কাদরি, ফঞ্চেুগঞ্জ মানকিকুনা মাদ্রাসার সনিয়ির শক্ষিক মাওলানা মাহবুবুর রহমি, দক্ষণি দুবাগ সরকারি প্রাথমকি বদ্যিালয়রে প্রধান শক্ষিক মাওলানা আব্দুস সামাদ আজাদ চৌধুরী, হযরত গোলাবশাহ্ হাফীজয়িা(ইমাম বাড়ী)মাদ্রাসার প্রধান শক্ষিক হাফজি মাশুক আহমদে, লতফিয়িা ক্বারী সোসাইটি বয়িানীবাজার উপজলো শাখার সাধারণ সম্পাদক হাফজি তাজুল ইসলাম, বয়িানীবাজার কলজে রোড ব্যবসায়ী কমটিরি সভাপতি ও বয়িানীবাজার তাফসীরুল কোরআন পরষিদরে সহ-সভাপতি আলহাজ নূর উদ্দনি আহমদ, দক্ষণি দুবাগ কন্দ্রেীয় জামে মসজদিরে ইমাম মাওলানা কাজী আব্দুল কাদরি, দুবাগ মক্তব মসজদিরে ইমাম হাফজি রয়িাজ উদ্দনি, দুবাগ বায়তুল আমান মসজদিরে ইমাম মাওলানা আব্দুস সালাম, হাফজি মাওলানা মাহবুবুর রহমান, হাফজি ক্বারী কামাল হোসনে, হাফজি জায়দে আহমদ চৌধুরী প্রমুখ।
আল্লামা দুবাগী ছাহবেরে শানে গজল উপস্থাপন করনে রসিালাহ শল্পিীগোষ্ঠীর মোহাম্মদ শরফি, আহমদুল হক ও রয়িাদুর রহমান চৌধুরী। মদীনা প্রহরী ইসলামী শল্পিীগোষ্ঠীর হাফজি ক্বারী মোঃ কামাল হোসনে র্মসয়িা পাঠ করনে।
বক্তারা বলনে, আলমে সমাজরে উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা মুফতী মুজাহদি উদ্দীন চৌধুরী দুবাগী ছাহবে কবিলাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন মকবুল আল্লাহর ওলি ছলিনে। দশেে বদিশে,ে বশিষেকরে র্দীঘদনি ব্রটিনে,ে দ্বীন ইসলামরে বহুবদি খদেমতে তনিি অবদান রখেে গছেনে। তনিি অনকে দক্ষ আলমে ও বচিক্ষণ ব্যক্তকিে আধ্যাত্মকি শক্ষিা দান করছেনে এবং বভিন্নি বষিয়ে আরব,ি বাংলা ও র্উদু ভাষায় বশে কছিু মূল্যবান পান্ডত্যির্পূণ গ্রন্থ রচনা করছেনে। তাঁর চন্তিা ও রচনা দ্বারা যুগ যুগ ধরে মুসলমি উম্মাহ ও মানবজাতি উপকৃত হব।ে
বাংলাদশেে থাকাকালীন র্কমজীবনে উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দসিীন, হযরত আল্লামা মুজাহদি উদ্দীন চৌধুরী দুবাগী ছাহবে (রহ) বভিন্নি প্রতষ্ঠিানে প্রন্সিপিাল, শায়খুল হাদীস ও মুফতী ছলিনে। তন্মধ্যে উল্লখেযোগ্য হলো – সৎপুর দারুল হাদসি কামলি মাদ্রাসা, বয়িানীবাজার থানার দাসুরা আলয়িা মাদ্রাসা, শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম আলয়িা মাদ্রাসা, নবীগঞ্জ থানাধীন তাহরিপুর ইত্তফোকয়িা মাদ্রাসা, জকগিঞ্জ থানাধীন আটগ্রাম আমজাদয়িা মাদ্রাসা, মৌলভীবাজার জলোর মুকীমপুর আলয়িা মাদ্রাসা এবং দুবাগ ইউনয়িনরে মওেয়া মাদ্রাসায় র্দীঘদনি র্কমরত ছলিনে। তনিি তাফসীর, হাদীস, ফকিাহ বষিয়ে অধ্যাপনা করে শক্ষর্িাথীদরে জীবনকে ইলমদ্বেীনরে আলোয় আলোকতি করে সমাজে ইসলামী শক্ষিা বস্তিরে গুরুত্বর্পূণ অবদান রখেে গছেনে। তাঁর নজি হাতে গড়া ছাত্রবৃন্দ, উলামায়ে করিাম র্বতমানে দশে-েবদিশেে উচ্চ পদস্থ ও প্রতষ্ঠিান প্রধান হসিবেে দায়ত্বি পালন করে সুনামরে সাথে ইলমে দ্বীনরে খদিমত চালয়িে গছেনে বা যাচ্ছনে।
মাহফলিে শায়খুল হাদসি হযরত আল্লামা মুফতি মুজাহদি উদ্দীন চৌধুরী দুবাগী ছাহবে (রহ.)’র কয়কেজন প্রবীণ ছাত্র স্মৃতচিারণ করতে গয়িে বলনে, সৎপুর মাদ্রাসায় তনিি যাবতীয় কঠনি কতিাবাদি অত্যন্ত সুনামরে সাথে অধ্যাপনা করনে। তনিি কতিাবি ঈলমে খুবই পারর্দশী ছলিনে। অনকে ধর্যৈ এবং নয়িমানুর্বততিার পাবন্দী ছলিনে। কঠোর রীতি মনেে চলতনে। নয়িমতি তাঁকইে ক্লাশে পয়েছে।ি যতবড় কঠনি কতিাবই দওেয়া হত না কনে, তনিি তা অত্যন্ত সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় পাঠ দান করতনে। কঠনি থকেে কঠনি বষিয়কওে বভিন্নি উদাহরণরে মাধ্যমে সহজ করে ব্যক্ত করার ক্ষত্রেে তনিি ছলিনে অতুলনীয়। ক্লাসরে র্দুবল ছাত্রও তাঁর দরস বুঝতে বগে পতেে হত না। আরবী, র্উদূ ও র্ফাসি ভাষায় তাঁর দক্ষতা ছলি র্ইষান্বতি। হুজুর ছাত্রদরে অত্যন্ত মহব্বত করতনে। কোন ছাত্র অনুপস্থতি থাকলে তার সর্ম্পকে খোঁজ খবর নতিনে।
তনিি বারবার বলতনে, কতিাবরে ইবারত থকেে কতিাব বুঝে নতিে হব।ে ইবারত বোঝার জন্যে কোন নোট বা শরাহ পড়তে অনুৎসাহতি করতনে। আবার দরসরে আলোচনা শষেে ছাত্ররা যনে এর ওপর ভরসা করে না বস,ে সদেকিওে তনিি সর্তক করতনে। আলোচনা শোনার পাশাপাশি তারা যনে মূল উৎসগ্রন্থ থকেে বষিয়টা পড়ে নয়ে তা বলতনে। তখনকার ছাত্রদরে হাতে হাতে এখনকার মতো এত কতিাব ছলি না। সংকট ছলি কতিাব প্রাপ্তি এবং কনোর সার্মথ্য—উভয় দকি থকেইে। কতটুকু পড়তে হব—েদখেয়িে দতিনে। এভাবইে তনিি ছাত্রদরেকে কতিাবমুখী করে তুলতনে, তাদরে মহেনতরে অভ্যাস গড়ে দতিনে। তাঁর পাঠদান ছলি খুবই আর্কষণীয়। প্রথমে কতিাব ছাড়াই ছাত্রদরে পুরো সবক বুঝয়িে দতিনে। ভঙেে ভঙেে বোঝাতনে। পুরো সবকে কতটা আলোচনা, শরিোনাম বলে তা ব্যাখ্যা করতনে। সবশষেে কতিাব পড়য়িে দতিনে। ছাত্রদরেকে যে শুধুই পড়য়িে দতিনে, পড়তে উৎসাহতি করতনে, ভালো পড়ার পদ্ধতি বাতলে দতিনে—এতটুকুই নয়। ছাত্রদরে মনমানস গড়ার পছেনওে তনিি ছলিনে সদাসর্তক।
মুনাযীরে আযম হযরত আল্লামা মুফতি মুজাহদি উদ্দীন চৌধুরী দুবাগী ছাহবে (রহ.) বলিাতবাসী মুসলমানদরে আমন্ত্রণে ১৯৭৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমালে সখোনে প্রথমে লস্টোর নামক শহররে একটি মসজদি প্রতষ্ঠিতি করে মসজদিরে ইমাম ও খতীব নযিুক্ত হন। সখোনে অত্যন্ত সুনাম-সুখ্যাতি ও দক্ষতার সাথে ইসলাম প্রচার ও প্রসাররে দায়ত্বি পালন করনে। তনিি জনসাধারণরে কাছে “লস্টোররে ছাহবে” হসিবেে প্রসদ্ধি ও পরচিতি ছলিনে। তনিি ইউকে আনজুমানে আল ইসলাহ সহ অনকে সংগঠনরে প্রতষ্ঠিাতা। বৃটনেে বভিন্নি শহরে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগতিায় ও পরার্মশে অনকে দ্বীনি প্রতষ্ঠিান গড়ে উঠছে।ে খুবই বড় দরজার মুহাক্ককি আলমিরে পাশাপাশি তাঁর আমল ছলি অত্যন্ত উঁচু র্পযায়রে এবং সাহবেে কারামত বুর্যুগ ছলিনে।
তনিি ছলিনে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহবে কবিলাহ (রহ.)’র র্শীষস্থানীয় খলফিাদরে মধ্যে অন্যতম। ব্রটিনেে ফুলতলী মসলকরে নীতনির্ধিারক হসিাবে আল্লামা দুবাগী (রহ.)’র অবদানও অবষ্মিরণীয়। যুক্তরাজ্যরে আনাচে কানাচে সকল শ্রনেীর মানুষরে হৃদয়রে মধ্যমনি ছলিনে আল্লামা দুবাগী (রহ.)! ওয়াজ-নছয়িত ও লখিনীর মাধ্যমে সফলভাবে ইসলামরে দাওয়াতি র্কাযত্রুম আনজাম দয়িে গছেনে। বৃটনেে তনিি মানুষকে শরীয়তরে সঠকি দকি নর্দিশেনা দয়োর পাশাপাশি হাজার হাজার পথহারা মানুষকে সঠকি পথরে দশিা দয়িে যান। আল্লাহভোলা বান্দাদরেকে আল্লাহর সাথে সর্ম্পক করার মহেনতে রত ছলিনে আজীবন।
তনিি শুধু বাংলাদশেরে আলমি ছলিনে না, আর্ন্তজাতকি র্পযায়ে সমকালীন যুগে এক অনন্য ব্যক্তত্বি ছলিনে। বশ্বিরে র্শীষস্থানীয় পীর মাশায়খেরে সাথে তাঁর ছলি নবিড়ি সর্ম্পক। আল্লামা দুবাগী সাহবেরে একটা বড় বশৈষ্টি ছলি, তনিি মহেমান নওেয়াজ। মহেমানদরে প্রাণ খুলে আপ্যায়ন করতনে।
বলিতেে পাড়ি জমালে ও ইলমে দ্বীনরে খদিমত থকেে তনিি বচ্ছিন্নি হননি কখনও। ইসলাম প্রচার, দরস-তদরীস, ব্যাখ্যা বশ্লিষেণ প্রদান, ওয়াজ নসীহত, তরকিতরে তালমি ও তলকীন জারি রখেছেনে আজীবন। তাঁর জীবন ছলি দ্বীনরে জন্য কুরবান। ইলমী তাজকরিা থকেে তনিি বরিত থাকনেনি কখনও।
তনিি ছলিনে অত্যন্ত দায়ত্বি সচতেন ও র্কতব্যনষ্ঠি। কখনো গাল-গল্প করে সময় নষ্ট করতনেনা। তনিি ছলিনে উদার, মহৎ ও সবার কল্যানকামী। তনিি যমেন নজিে বশেকছিু দ্বীনী শক্ষিা প্রতষ্ঠিান কায়মে করছেনে তমেনি এসব কাজে অপরকওে উদ্বুদ্ধ করছেনে, সহযোগতিা করছেনে। তনিি ছলিনে সকল কাজে সুন্নতরে পাবন্দ। তনিি বভিন্নি সময়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সরিয়িা, মরক্কো, ভারত, কুয়তে, ইরাক, মশির, র্জদান, বায়তুল মুকাদ্দসি ও সৌদি আরব সফর করছেনে। সে সব দশেরে মশহুর মুহাক্ককি উলামা-মাশায়খিদরে সাথে বঠৈক করছেনে, ইলমী আলোচনা করছেনে, হাদীসরে সনদ আদান-প্রদান করছেনে।
দহৈকিভাবে তনিি লম্বা ছলিনে। মানানসই সুন্দর দহেরে অধকিারী সুপুরুষ ছলিনে তনি।ি তাঁকে শরেোয়ানী-সলেোয়ার পাগড়ী পরহিতি অবস্থায় শাহানশাহ’র মতো দখোতো। তাঁর লালচে গোলাপী রঙরে দীপ্তমিান প্রশস্ত চহোরা ছলি অত্যন্ত আর্কষণীয়। যার ফলে যে কোন লোক তাকে একবার দখোমাত্র তাঁর প্রতি আসক্ত হয়ে পড়তনে। আল্লামা দুবাগী (রহ.)’র ব্যক্তগিত অভ্যাস, আচার-আচরণ, বাক-ভঙ্গী, চলাফরোর ধরণ ও পোষাক-পরচ্ছিদ সব কছিুই ছলি মোহনীয় ও অনুকরণীয়। ইলমে করোতে বশিষে দক্ষতার কারণে তনিি আলমে সমাজে ব্যাপক সমাদৃত ছলিনে।
তনিি র্সবজন শ্রদ্ধয়ে ব্যক্তত্বি, তনিি সারা জীবন মানুষরে র্আথসামাজকি উন্নয়নে কাজ করে গছেনে। কথার্বাতায় খুব সহজইে সবাইকে মুগ্ধ করতে পারতনে। ইসলামী জ্ঞান-জগতরে নানা শাখা-প্রশাখায় তাঁর ছলি অবাধ বচিরণ। আল্লামা দুবাগী (রহ.)’র ছাত্রজীবন থকেে প্রখর ও তীক্ষ্ণ মধোর অধকিারী ছলিনে। ইন্তকোল অবধি ইসলাম প্রচাররে সবোয় তনিি নয়িোজতি ছলিনে।
বশ্বিনন্দতি মুফতি হযরত আল্লামা মুফতি মুজাহদি উদ্দীন চৌধুরী দুবাগী ছাহবে (রহ.) তাঁর র্বণাঢ্য জীবনরে প্রতটিি র্কম আগামী প্রজন্মরে জন্য হবে পথ প্রর্দশক। তনিি তাঁর জীবনে মুসলমি প্রজন্মরে জন্য রখেে গয়িছেনে তনিজন সুযোগ্য ছাহবেজাদা, মসজদি, মাদ্রাসা, খানকো, লখিনীসহ অনকে দীনী র্কাযক্রম। তনিি দুনয়িা থকেে চলে গলেওে তাঁর র্কমরে মধ্যে আজীবন অমর হয়ে থাকবনে।
র্সবশষেে এ মহতী অনুষ্ঠানে মীলাদ পাঠান্তে জাতরি এ সুসন্তানরে জন্য আল্লাহর দরবারে বনিীত র্প্রাথনা করা হয়, তনিি যনে তাঁর মকবুল ওলীকে রহমতরে চাদরে আবৃত করে জান্নাতুল ফরিদাউসরে র্সবােচ্চ স্থান দান করনে। অতথিি ও গ্রামবাসীকে শরিনি আপ্যায়নরে মধ্য দয়িে মাহফলিরে সমাপ্তি হয়।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫