মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে জেলার পাগলা দেওয়ান ও কড়ই কাদিপুর বধ্যভূমিতে শহীদদের স্বরনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তব অর্পণ করেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহ।
পরে স্মৃতিস্তম্ভের পাদদেশে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম চিশতী, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি রাজা চেীধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা মহিলা লীগের সভাপতি সাম্মি আজিজ সাজ, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার আফসার আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম বাবুল ও চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বক্তব্য দেন।
কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩