আন্তর্জাতিক ডেস্ক : বাহামায় আটক দেউলিয়া হয়ে যাওয়া বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী প্রতিষ্ঠান এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডের জামিন নাকচ করেছে আদালত।
মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির অভিযোগের ঘটনায় জামিন পাননি ব্যাংকম্যান-ফ্রাইড। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যার্পণের জন্য আইনী লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তার আইনজীবী।
বিটকয়েনের ব্যবসা করে কোটি ডলার ব্যবসা করা ৩০ বছর বয়সী স্যাম ব্যাংকম্যান ফ্রাইড ২০১৯ সালে এফটিএক্স চালু করেন। তার প্রধান কার্যালয় ছিল বাহামায়।প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় চলতি বছরের ১১ নভেম্বর এফটিএক্সকে দেউলিয়া বলে ঘাষণা করার আবেদন করা হয়। বিনিয়োগকারীরা মাত্র ৭২ ঘণ্টায় ৬’শ কোটি ডলার সমপরিমাণ অর্থ তুলে নেন।
কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪