উপজেলার বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার ও উপস্থাপক খুরশেদ আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম দুলাল, মোগড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিলন ভুইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবু কাউসার ভূইয়া সহ আরো অনেকে।
এসময় শ্রমিক সংগঠনটির বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজন ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, অর্থ সম্পাদক মোঃ কোরবান আলী সহ অন্যরা। তারা জানান, সংগঠনে মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নে প্রায় সাড়ে চারশত নির্মাণ শ্রমিক রয়েছে। অনুষ্ঠান থেকে সংগঠনের জন্য একটি স্থায়ী অফিস স্থাপন ও আসবাবপত্র সরবরাহ জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুরশিদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ২৬ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির সবাইকে সংগঠনের পরিচয়পত্র তুলে দেন উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃস্থানীয় ব্যাক্তির্গরা। শেষে কমিটির উপস্থিত সকল সদস্যদের মিষ্টিমুখ করানো হয়।