ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্রাধিকার ভিত্তিতে, সল্প সময়ের মধ্যে রাস্তা সংস্কার করে দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাঝিগাছা গ্রামবাসী। জানা গেছে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বর্ধনবাড়ি থেকে মনিয়ন্দ বিজিবি ক্যাম্প হয়ে মাঝিগাছা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটি নোয়ামুড়া ব্রীজ পর্যন্ত ১০ ফুট প্রশস্ত ও দৈর্ঘ্য প্রায় ২ কি.লো ৪৫০ মিটার। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি খুবই বেহাল অবস্থায় ছিলো।
বিষয়টি মাঝিগাছা গ্রামবাসী ও আশেপাশের গন্যমান্য ব্যাক্তিবর্গ আখাউড়া পৌরসভার মেয়র মহোদয়ের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক কে অবহিত করেন। মন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাবে রাস্তাটিকে এক মাসের মধ্যে করে দেওয়ার নির্দেশনা দেন। রাস্তা প্রসস্ত ও সংস্কার বাবদ ১কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এল.জি.এ.ডি এর তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে।
এর আগে মাঝিগাছা ও নোয়ামুড়া গ্রামের মধ্যে সংযোগকারী ১১৬ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্ত ব্রীজটি৷ নতুন করে পুননির্মাণের জন্য ২কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ব্রীজের কাজ চলমান আছে। সুন্দরভাবে অল্পসময়ে রাস্তা সংস্কার ও ব্রীজটি নতুন করে তৈরি করার ব্যাবস্থা করায় মাননীয় আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পরিবারের প্রয়াত সকল স্বজনদের জন্য দোয়া মোনাজাত করেন এলাকাবাসী। এসময় আইন মন্ত্রীর নিকট গ্রামে ২০১৮ সালে স্থাপিত একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্রুত সরকারিকরন করার দাবি জানান গ্রামবাসী…………………………(ভক্সপপ)।
কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০