স্পোর্টস ডেস্ক : কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি রোবট সফটওয়্যার ‘কাশেফ’ ভবিষ্যদ্বাণী করেছে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জয় পাবে। জ্যোতিষী রোবটের ৭১ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে। তার ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয় তাহলে আজ জিতলেই শেষ ষোলোতে খেলা নিশ্চিত হবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
রোবটের এমন সুসংবাদের পরও দুঃসংবাদ ব্রাজিল শিবিরে। সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ফ্লু’র মতো ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন দলটির তিন তারকা অ্যান্টোনি, লুকাস পাকুয়েতা এবং গোলরক্ষক অ্যালিসন। অসুস্থতার কারণে অনুশীলনেও যোগ দিতে পারেননি তারা।
এমনিতেই ইনজুরির কারণে দলে নেই নেইমার এবং দানিলোর মতো তারকা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে আজ রাত ১০টায় মাঠে নামার আগে এই তিন তারকার অসুস্থতার খবর বড় ধাক্কা ব্রাজিলের জন্য। যদিও ব্রাজিল শিবির থেকে এই তিন তারকার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। কোচ তিতে জানিয়েছেন, তিনি প্রথম দলের ব্যাপারে এখন কোনো কথাই বলবেন না।
শনিবার আল আরবি স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন করে ব্রাজিল। রোববার সংবাদ সম্মেলনে তার কাছে লুকাস পাকুয়েতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কিন্তু এ ব্যাপারে কিছুই বলেননি তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের খবর- শনিবার পাকুয়েতা ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। সামান্য অস্বস্তি রয়েছে। তবে ডেইলিমেইলসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, পাকুয়েতা, অ্যান্টোনি এবং অ্যালিসন এই তিনজনই অনুশীলন করতে পারেননি। তারা ফ্লু টাইপের কোনো ভাইরাসজনিত কারণে অসুস্থ।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৮