ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা। আজ শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে সংগঠনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি নির্বাচিত হওয়া মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া শবনম জাহান শিলা সাবেক মহানগর নেত্রী।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪