ডেস্ক নিউজ : চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৫ শতাংশ শেয়ার বসুন্ধরা গ্রুপের কম্পানি এবিজি লিমিটেডের কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে সিএসই’র শেয়ারহোল্ডাররা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এক সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা তাদের অনুমোদন দেন। ইজিএম পরিচালনা করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। নিয়ম অনুযায়ী কৌশলগত অংশীদারদের কাছে শেয়ার বিক্রির জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সেজন্য ইজিএম ডেকে শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে।
এর আগে, গত রবিবার বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেড আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কৌশলগত অংশীদার হয়। ঐ দিন অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এখন থেকে এবিজি লিমিটেড দেশের পুঁজিবাজারের অগ্রগতির উপর উল্লেখযোগ্য অবদান রেখে শেয়ারবাজারের প্রযুক্তিগত এবং অন্যান্য উন্নয়নের জন্য কাজ করবে।
একই দিনে সিএসই-এর প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০২১-২০২২ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন। সভায় লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের কর্পোরেট প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হয়ছেন।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১