আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫.৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অনেকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে।
পশ্চিম জাভার সিয়ানজুর শহরে আঘাত হানা এই ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ গৃহহারা হয়েছেন এবং ২ হাজার ২০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গভর্নর জানিয়েছেন, এই ভূমিকম্পে সাত শতাধিতক মানুষ আহত হয়েছে। তার মতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন।
সূত্র: বিসিবি
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩১