সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

আশুলিয়া, সাভার, ধামরাই ও মানিকগঞ্জের ৯৭ ব্যাচের মিলন মেলা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত  ধামরাইয়ের আলাদিনস পার্কে ডিএএমএস এর উদ্যোগে এই মিলন মেলার উদযাপন করা হয়।এসময় ধামরাই, আশুলিয়া, মানিকগঞ্জ ও সাভার এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। 

অনুষ্ঠানটির আয়োজক এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী ও যুবলীগ নেতা মোঃ নূরুল আমীন সরকার বলেন, প্রতিবছর আমরা এই আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার ২৫বছর রজত জয়ন্তী উদযাপন করলাম। আগামীতে আরো বড় পরিসরে এসএসসি-৯৭ ব্যাচের সকল বন্ধুদের সাথে নিয়ে আয়োজন করা হবে এবং এর পাশাপাশি সামাজিক মূলক কার্যক্রমও চালিয়ে যাওয়া হবে।এসময় আশুলিয়া, সাভার, ধামরাই ও মানিকগঞ্জের এসএসসির ৯৭ ব্যাচের শিক্ষার্থী ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ  ফয়সাল সরকার বাপ্পিসহ অন্যান্যরা এই মিলন মেলায় উপস্থিত ছিলেন।এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit