স্পোর্টস ডেস্ক : সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে পা রেখেছেন লিওনেল মেসি এবং তার দল। সেখানে তাদের সাড়ম্বড়ে স্বাগত জানিয়েছেন ভক্তরা। আর্জেন্টিনা দলকে বরণ করতে বিমানবন্দরে ছিল ভক্তদের ভিড়। অধিকাংশই হলেন কাতারে বসবাসকারী ভারতীয়রা। তারা ড্রাম বাজিয়ে, স্লোগান দিয়ে, ড্রামের তালে নাচতে নাচতে স্বাগত জানিয়েছেন এই ফুটবল মহাতারকাকে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত পাঁচ শতাধিক সমর্থক মেসিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। ২৪ বছরের এক আর্জেন্টিনার তরুণী বাবা-মায়ের থেকে ৮ হাজার ডলার ধার নিয়ে কাতারে এসেছেন বিশ্বকাপ দেখতে। তিনি বলেছেন, ‘আমার সব বান্ধবীরা এসেছে এখানে। আমি না বলতে পারিনি। ‘ ৬৮ বছরের এক বৃদ্ধ আর্জেন্টনার কাটামার্কা থেকে এসেছেন কাতারে। তিনিও ভারতীয়দের সঙ্গে মেসি অভ্যর্থনায় মেতেছেন। দিয়েগো করদোভেজ নামের আরেক সমর্থক বলেছেন, ‘আমি লিওকে দেখতে চাই। ‘
আর্জেন্টিনা থেকে মেসিরা প্রথমে গিয়েছিলেন আবুধাবিতে। সেখানেই আরব আমিরাতের বিপক্ষে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে। বিশ্বকাপের গ্রুপ-সিতে আছে আর্জেন্টিনা। মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড এবং মেক্সিকো। খেলা শুরুর আগেই মেসিকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে কাতারে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাই আর্জেন্টিনা সমর্থকদের আশা, এবার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষা ঘুচাবে তাদের প্রিয় দল।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০