রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : পতাকার আদলে নিজের অটো রিকসা রাঙিয়ে সর্বত্র আলোচনায় কুড়িগ্রামের যুবক আশরাফুল। এক বছরে টাকা জমিয়ে ভালবাসার নিদর্শন স্বরূপ পছন্দের দল আর্জেটিনার পতাকা বানিয়েছেন আস্ত অটো রিকসাটি। ব্যতিক্রমী আর্জেন্টিনা এই ভক্তকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।
বিশ্বকাপ ফুটবল যতই ঘনিয়ে আসছে, মানুষের উন্মাদনা ততই বেড়ে চলেছে। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস ওঠার অবস্থা, তখনও মানুষের ফুটবল জ্বরের কাঁপুনিতে ভাটা পড়েনি এতটুকু। তেমনি এক ফুটবলপ্রেমী কুড়িগ্রামের অটো রিকসা চালক আশরাফুল আলম। নিজের ব্যাটারী চালিত অটোরিকশা সাজিয়েছেন পছন্দের দল আর্জেন্টিনার পতাকার রঙে।
আশরাফুল আলমের অটোরিকশা দেখলেই চড়ছেন আর্জেন্টাইন সমর্থকরা। উৎসুক জনতাও আসছেন দেখতে। পতাকার আদলে রাঙানো রিক্সাটির পাশে অনেকেই তুলছেন সেলফি। আশরাফুল বলছে দলের জন্য বড় কিছু করার ইচ্ছা তার। কিন্তু সামর্থ্য না থাকায় আটকে আছে তার ইচ্ছে। দলের খেলা ভালো লাগা থেকে আর্জেন্টিনার সমর্থক হয়ে যান আশরাফুল। এর আগে ২০১০ সালে নিজের বাইসাইকেলটি সাজিয়েছিলেন আর্জেন্টিনার পতাকার রং-এ। এবার অটোরিকশা রাঙিয়ে মনের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।
আর্জেন্টিনা ভক্ত জুয়েল রানা বলেন, আশরাফুলের এই ব্যতিক্রমী উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তার এই উৎসাহ ছড়িয়ে পড়–ক বিশ^জুড়ে। কাঙ্খিত বিজয় আমাদেরই হবে আশা করি। আর্জেন্টিনা প্রেমি আশরাফুল আলম জানান, ২০০২ সাল থেকে আমি আর্জেন্টিনার ভক্ত। প্রতি বছর আমি আমার বাইসাইকেল এবং অটো রিক্সা পতাকার রঙে তৈরি করি। এবারও ভালবাসার টানে সারা বছর টাকা জমিয়ে আমার অটো রিক্সাটি আর্জেন্টিনার পতাকা বানিয়েছি।
এ ব্যাপারে কথা কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান বলেন, অটো চালক আশরাফুলের আর্জেন্টিনা প্রীতি দেখে সত্যি আমি অভিভূত। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যেন আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয় এটাই আমরা প্রত্যাশা করছি।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪