স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে এখন পোল্যান্ড দলের সঙ্গে আছেন রবার্ত লেভানদোস্কি। এমন সময় দুঃসংবাদ শুনলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। কাতালানদের হয়ে সর্বশেষ ওসাসুনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন পোলিশ তারকা। এ কারণে বার্সেলোনার জার্সিতে পরবর্তী তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি। এমন নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং ম্যাচের অফিসিয়ালদের সঙ্গে অসদাচরণ করার জন্য আরো দুই ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েছেন লেভানদোস্কি। বিশ্বকাপের পর লা লিগায় এসপানিওল, আতলেতিকো মাদ্রিদ ও গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। ওই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ফুটবলকে বিদায় বলা জেরার্ড পিকেও। চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনিও।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১৮