স্পোর্টস ডেস্ক : আবারো ফাইনালে হার পাকিস্তানের। দুই মাসের ব্যবধানে এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শেষপর্যন্ত হেরে গেল পাকিস্তান।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ইংল্যান্ড দলকে অভিনন্দন, আমরা মনে করি সবাই এখানে আমাদের সমর্থন করতে এসেছে। শেষ চার ম্যাচে আমাদের দল যেভাবে এগিয়েছে, তা অবিশ্বাস্য ছিল। আমি আমাদের দলের ক্রিকেটারদের স্বাভাবিক খেলা খেলতে বলেছি, স্বাধীনতার সাথে।
বাবর আরও বলেন, আমরা আজ ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারিনি। আমরা তুলনামূলক ২০ রান কম করেছি। শেষ ওভারগুলোতে প্রত্যাশিত রান তুলতে পারিনি। তারপরও আমরা যে এ পর্যন্ত লড়াই করেছি তা অবিশ্বাস্য ছিল। আমাদের বোলিং অন্যতম সেরা কিন্তু দুর্ভাগ্যবশত শাহিনের ইনজুরির কারণে আমাদের আলাদা ফল হয়েছে, কিন্তু এটা খেলারই অংশ।
কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮