ডেসক্ নিউজ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা চেয়ে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। শনিবার বিকেলে বুয়েটের শহীদ মিনারের পাশের রাস্তায় ও পলাশীর মোড়ে এ মানববন্ধন করেন তারা৷ মানববন্ধনে ফারদিন নূর হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়৷
এ সময় এই হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারদিন নূর রাজনৈতিক টার্গেট হতে পারে এমনটি মনে করছে না বলে জানান তার সহপাঠীরা। মানববন্ধনে বুয়েটের শিক্ষার্থী তাহমিদ হোসেন বলেন, এই ঘটনার তদন্ত এখনো চলমান। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠু তদন্ত করবে।
কিন্তু এর আগে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ফারদিন নূর এর মতো একজন শিক্ষার্থী রাজধানী ঢাকার মতো এলাকায় রাতে বের হয় এবং তারপর তার তিনদিন ধরে কোনো খোঁজ পাওয়া যায় না। এই জাতীয় বিষয় আমাদের সকলের জন্য সঙ্কাজনক। যেটা ফারদিন নূরের সাথে হয়েছে কাল এটি আমাদের আরো অনেকের সাথে হতে পারে। সেই জন্য আমরা এই বিষয়ের একটি সঠিক সমাধান চাই।
তিনি আরো বলেন, আমরা জানি ঘটনাটির এখনো তদন্ত চলছে। এর জন্য সুস্থ হয় এবং কয়দিন পরে গণমাধ্যম থেকে ঘটনাটি যদি সরে যায় তদন্ত তখন যেন বন্ধ হয়ে না যায় বা এর কার্যক্রম শিথিল হয়ে না যায় সেরকম একটি নিশ্চয়তা চাই আমরা।
এ সময় ফারদিন নূরের সহপাঠী মাশিয়াত জাহিন বলেন, ফারদিন নূর রাজনৈতিক টার্গেট হয়েছে বলে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন। এ ছাড়া তার একটি পোস্টও যে আমরা বুয়েটে ছাত্র রাজনীতি চাই না বলে যে ঘোষণা দিয়েছিলাম সেটি খুব শেয়ার করে অনেকে বলছে সে রাজনৈতিক টার্গেট হতে পারে। কিন্তু এই পোস্টটা বা ঘোষণাটা আমাদের বুয়েটের ৮০-৯০ শতাংশ সকলের দিয়েছিল। এ ছাড়া বর্তমানে যারা বুয়েটের নতুন শিক্ষার্থীসহ আমরা যারা আছি সকলে যেমন ছাত্র রাজনীতি নিয়ে সচেতন ফারদিন নূরও ঠিক তেমনই একজন৷ ছাত্র রাজনীতি বা এসব বিষয় নিয়ে সে যতটা সচেতন বা লাউড ছিল তার থেকে বেশি ছিল বিতর্ক, বই, পড়াশোনা ইত্যাদি বিষয়ে। তাই যদি বুয়েট থেকে কাওকে রাজনৈতিক টার্গেট করা হয় তাহলে ফারদিন নূর সেখানে সবার ওপরে থাকবে এমনটা মনে করি না৷
এ সময় তাহমিদ হোসেন বলেন, আবরার ফাহাদ আর্কাইভ নামে একটা ওয়েবসাইট বানানো নিয়েও অনেকে বলছে। এখানে ফারদিন নূর সম্পৃক্ত করেছে বলে তাকে রাজনৈতিক টার্গেট করা হয়েছে। কিন্তু ঐ ওয়েবসাইটের কাজে বুয়েটের অনেকে ছিল। ফারদিন নূর একা কিছু করেছে বা ও খুব বেশি সম্পৃক্ত ছিল এমন না। তাই এই জায়গা থেকে আমরা এটাকে একেবারে প্রাথমিক ধাপে রাজনৈতিক টার্গেট বা রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে এমনটি মনে করছি না৷
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২