মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক :ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ কাতার উদ্বোধনী ম্যাচ খেলবে আগামী ২০ নভেম্বর। এদিন তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেশটি প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্বাগতিকদের কোচ ফেলিক্স সানচেজ।

গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক সেনেগাল ও নেদারল্যান্ডস।

কাতারের ২৬ সদস্যের দল
গোলরক্ষক : সাদ আল শিব, মেশাল বারশিম, ইউসুফ হাসান।

ডিফেন্ডার : পেড্রো মিগুয়েল, মোসাব খেদার, তারেক সালমান, বাসাম আল-রাবী, বাউলেম খাউখি, আবদেলকারিম হাসান, ইসমাইল মুহাম্মদ, হোমাম আহমেদ, জসেম জাবের।

মিডফিল্ডার : আলী আসাদল্লা, আসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল হাজারী, মোস্তফা তারেক, করিম বাউদিয়াফ, আব্দুল আজিজ হাতেম।

ফরোয়ার্ড : নায়েফ আল হাধরামি, আহমেদ আলাদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমেজ আলী, মুহাম্মদ মুনতারি, খালেদ মনির।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৫

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit