বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের বিশাল পরাজয়ে বাড়ির টিকিট পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। এমন ভরাডুবির কারণে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হচ্ছে ভারতকে। এবারো সেই ধারা অব্যাহত রাখল ভারত।
আসন্ন ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ হারাল টিম ইন্ডিয়া। আর দলের এই হারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলিউডেও। অনেকেই দলের প্রতি জানাচ্ছেন ক্ষোভ। অনেকেই তিরস্কার করছেন দলকে। তবে কেউ কেউ দলের দুঃসময়ে পাশেও দাড়াচ্ছেন। বলিউড সুপারস্টার অজয় দেবগনও ক্রিকেট দলের প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করলেন। ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করে অজয় লিখেছেন, “আজ এবং চিরকালের জন্যই টিম ইন্ডিয়া। ”
একজন ক্রিকেট অনুরাগী হিসেবে অজয় ভারতের ব্যর্থতার প্রসঙ্গে লিখেছেন, “একটি সমগ্র জাতির স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনারা হৃদয় দিয়ে চেস্টা করেছেন। এটি সবসময়ই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা! যদিও ফাইনালের পথে আপনাদের যাত্রা সংক্ষিপ্ত ছিল, তবে আমরা এর প্রতিটি অংশ উপভোগ করেছি। আমি কল্পনাও করতে পারি না যে, আপনাদের প্রত্যেকে কি পারমাণ চাপের সম্মুখীন হয়েছেন যখন গোটা জাতি আপনাদের দিকে প্রত্যাশার চোখ রেখেছিল! এটি বিশাল চাপের বিষয়। ’
অজয় আরো লিখেছেন, “জয় বা হার খেলারই একটি অংশ। উভয় ফলাফল অনিবার্য। তবে আমরা আপনাদের পাশে আছি। সব ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা বিশ্বের সেরা দলের সাথে দাঁড়াতেই এখানে এসেছি। আশা রাখি, আমরা আগের চেয়ে আরো শক্তিশালী এবং ভালো দল হয়ে ফিরে আসব। ”
এদিকে আরেক বলিউড তারকা ফারহান আখতারও ভারতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে একটি পোস্ট করেছেন। এতে লেখা ছিল, ‘ইংল্যান্ড আমাদেরকে ছাড়িয়ে গেছে। তাদের ভালো পারফরম্যান্সের জন্য অভিনন্দন। আমাদের দল এখন নিজের কাঁধে পরাজয়ের ভার বহণ করছে। এমন সময়ে আমাদের দলকে উপরে তুলতে হবে, তাদের সাহস বাড়াতে হবে। টিম ইন্ডিয়ার জন্য এটি একটি হতাশাজনক দিন ছিল, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। এটি শুধু একটি চ্যাপ্টার মাত্র। আমরা আরো শক্তিশালী হব। ’
ইংল্যান্ডের কাছে বিশাল পরাজয়ের মাধ্যমে ভারতের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এবারো ভারত-পাকিস্তান ফাইনাল মহারণ থেকে বঞ্চিত হল ভারতীয় দর্শকরা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫