আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ শিশুদের নিয়ে “মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) এর সহযোগিতায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে ডোমার সদর ইউনিয়নের আরডিআরএসএর মোড় মোলানীপাড়া শরৎচন্দ্রের বাড়ি সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন সদর ইউনিয়নের ১০নং পল্লী সমাজ। এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলামের সঞ্চালনায় সাবেক শিক্ষক বাবু হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ। এ সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম স্বপন, পল্লী সমাজের সভাপতি পারুল রানী, সাধারণ সম্পাদক অফিজ উদ্দিন, কিশোরী দলের ইয়াসমিন আক্তার এলি, সূবর্ণা রায়, সুমনা আক্তার, সূরভী আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠানে এলাকার শিশু কিশোর সহ ১০নং পল্লী সমাজে সদস্যগণ অংশগ্রহন করেন। সমাজ পরিবর্তনে সরকারের পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) নারী ও শিশুর প্রতি সহিংসতা, আইনী সহায়তা, সালিশ বৈঠক এবং বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪