বাদল আহাম্মদ খান বাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার সিটিজেন্স ব্যাংক পিএলসির ‘নয়নপুর বাজার শাখা’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। নয়নপুর বাজারে আয়োজিত সুধী সমাবেশে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম।
এ সময় ব্যাংকের কম্পানি সচিব ওয়াহিদ ইমাম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল-আলম, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ব্যাংকের নয়নপুর শাখা ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্টরা সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দেন।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫