ডেস্ক নিউজ : সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনেও ১৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে এসব বোর্ড থেকে মোট ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ৬৭ শতাংশ।
এসব বোর্ডে মোট পরীক্ষার্থীরসংখ্যা ছিল ৯ লাখ ৫৮ হাজার ৮১৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪২ হাজার ৮৩৯ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার সবচেয়ে বেশি। এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেননি ২ দশমিক ১৩ শতাংশ পরীক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৩০ শতাংশ নিয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। যশোর শিক্ষা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর হার ১ দশমিক ৯৮ শতাংশ, দিনাজপুরে ১ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ১ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ১ দশমিক ৮০, বরিশালে ১ দশমিক ৬১, সিলেটে ১ দশমিক ৪৭ এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর হার ১ দশমিক ৪০ শতাংশ।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজ কুমিল্লা বোর্ড থেকেই সবচেয়ে বেশি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ বোর্ডের অধীনে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে আজকের পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি। ঢাকা বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থীসংখ্যা ৩, চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, বরিশালে ২, সিলেটে ১ এবং যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৫