আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে মস্কোকে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম (এস) জয়শঙ্কর। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি।
নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, জয়শঙ্করের সফরে অর্থনীতিসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে চুক্তি, সমঝোতা ও আলোচনা হবে।
ভারতের গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম মস্কো সফর। মস্কোতে জয়শঙ্কর বলেন, ‘এটি যুদ্ধের যুগ নয়। রাশিয়া ও ইউক্রেন আলোচনায় ফিরে আসুক। ’
খবরে আরো বলা হয়, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন সংঘাত ভারত ও রাশিয়ার মধ্যে একটি বড় সমস্যা হয়ে রয়েছে। তবে ভারত ও রাশিয়ার মধ্যকার যোগসূত্রটা শক্তিশালী। বিভিন্ন স্তরে আমাদের সরকারের মধ্যে দৃঢ় ও অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। ’
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠকের বিষয়ে বিবৃতিতে জয়শঙ্কর আরো বলেন ‘আমরা একটি সমকালীন, ভারসাম্যপূর্ণ, পারস্পরিক স্বার্থ সম্পর্কিত এবং দীর্ঘমেয়াদি অংশীদারি গড়ার লক্ষ্যে কাজ করছি। ’
এস জয়শঙ্করের সঙ্গে ভারতের ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধিদের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়া গেছে। এর ভিত্তিতে গণমাধ্যমগুলো দাবি করছে, রাশিয়া ও ভারতের মধ্যে বড় পরিসরে অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে একদিকে রাশিয়ার অর্থনীতি কিছুটা গতি পাবে এবং ভারতও সস্তায় রাশিয়ার সার ও জ্বালানি পাবে।
খবরে আরো বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অপরিশোধিত তেলসহ নানা বাণিজ্যিক বিষয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়েও।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জয়শঙ্কর ও লাভরভের মধ্যে চারবার সাক্ষাত্ হয়েছে। তবে এবারই প্রথম রাশিয়ায় গেলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত এপ্রিলে ভারত সফর করেছিলেন সের্গেই লাভরভ। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাত্ হয় তাঁর।
ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলায় পশ্চিমা দেশগুলো ভারতের ওপর কিছুটা নাখোশ। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা অব্যাহত রেখেছে ভারত।
রাশিয়ার তেল বিক্রি সীমিত করতে পশ্চিমা দেশগুলোর আহ্বানের বিষয়ে জয়শঙ্কর বলেন, তেলের তৃতীয় বৃহত্তম ভোক্তা হিসেবে ভারত সাশ্রয়ী উত্স খোঁজ করে। সে ক্ষেত্রে ভারত-রাশিয়া সম্পর্ক সুবিধা হিসেবে কাজ করে নয়াদিল্লির কাছে। ভারত এই সম্পর্ক রক্ষা করে চলবে। সূত্র : এনডিটিভি
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০