স্পোর্টস ডেস্ক : আর দুই সপ্তাহেরও কম সময় আছে কাতার বিশ্বকাপ শুরুর। এমন সময়ে আবারও এই আয়োনের বিরোধিতা করে মন্তব্য করলেন সাবেক ফিফা সভাপতি সেফ ব্লাটার। বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কাতারে মানবাধিকার লংঘনের অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। বহু শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সেইসঙ্গে আছে দুর্নীতি। এসব কারণেই ব্লাটার বললেন, কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটাই ভুল ছিল।
২০১০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশ টপকে বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত হয় কাতার। এরপর থেকেই নানারকম অনিয়ম দুর্নীতির খবর আসতে থাকে নিয়মিত। ১৭ বছর সংস্থাটির প্রেসিডেন্ট থাকা ব্লাটারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠে। তার ওপর জারি হয় নিষেধাজ্ঞা। এরপর গত জুনে ব্লাটারকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দেয় সুইস আদালত। যদিও প্রসিকিউটররা এর বিরুদ্ধে আপিল করেছেন।
সম্প্রতি সুইস সংবাদপত্র টেজেস আনজেইগারের সঙ্গে আলাপকালে ব্লাটার বলেছেন, ‘কাতার বিশ্বকাপ একটা ভুল সিদ্ধান্ত। খুব বাজে পছন্দ। এটি একটি দেশ হিসেবে খুবই ছোট। এর চেয়ে ফুটবল এবং বিশ্বকাপের আসর অনেক বড়। কাতারে বিশ্বকাপ সম্পর্কিত নির্মাণকাজ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর ২০১২ সালে ফিফা আয়োজক দেশ নির্বাচন করার ক্ষেত্রে মানদণ্ড সংশোধন করেছে। এতে আয়োজক দেশের সামাজিক অবস্থা এবং মানবাধিকার যুক্ত হয়েছে। ‘
-ইএসপিএন
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮