কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় আউট অব চিলড্রেন প্রকল্প (সাব কম্পোনেট ২.৫ পিইডিপি-৪) কর্মরত রাজারহাট শিক্ষক-সুপারভাইজারগণের ১২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শহরের সরদারপাড়াস্থ ছিন্নমুকুল বাংলাদেশ আউট অব চিলড্রেন প্রকল্পের ৫২ জন শিক্ষক এবং ৫জন সুপারভাইজারের সমন্বয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ছিন্নমুকুল বাংলাদেশ এর আউট অব চিলড্রেন প্রকল্পের অতিরিক্ত সিনিয়র ম্যানেজার সুশান্ত পাল এবং নির্বাহী পরিচালিক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯