স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের ফুল লেন্থের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন সাকিব আল হাসান। এই আউট নিয়ে শুরু হয়েছে তুমুল বির্তক। বল কি সাকিবের ব্যাটে লেগেছিল? নাকি সাকিবের ব্যাট মাটিতে লেগেছিল? বিষয়টি নিয়ে টুইটারে নিজের মতামত জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
সাকিব আউট হয়ে সাজঘরে ফেরার পর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে আকাশ লিখেন, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। ব্যাটের ছায়ার দিকে নজর দেন। স্কাইক ছিল, এটা বলে ব্যাট লাগা ছাড়া আর কিছুই নয়। বাজে আম্পায়ারিংয়ের বলি হয়েছে বাংলাদেশ। ’
আউটটি সহজে মেনে নিতে পারেননি সাকিবও। রিভিউ নেওয়ার পর দেখা যায় ব্যাটে-বলের সংযোগ হয়েছিল। এরপরও আউট দেওয়ায় আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন সাকিব। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২২