বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দল নেতা বরকতউল্লাহ ভুলু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোন দুর্নীতি করে নাই। তিনি আইনে নয়, বরং শেখ হাসিনার আঙ্গুলের ইশারাতাইে তিনি জেলে আছেন। নিরপরাধ বেগম খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেয়া হয়েছে তার বিচার জনতার আদালতে হবে।তিনি বলেন, আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তিনি বলেন, শেখ হাসিনার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া, তার সাথে আপোষ করা।
তিনি গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে বিএনপির নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে জনগনের মাঝে এখন নাভিশ^স উঠেছে। জনগন এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয়, বরং জনতার ঢল নামছে। তিনি কুমিল্লার সমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোক সেখানে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ভুলু।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৭