ডেস্ক নিউজ : : আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের জনগণ আছে। কারণ দেশের মানুষ দেখেছে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন সব কিছু এই সরকার করেছে। তারা দেখছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি করেছে।
আজ শনিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, নিত্যপণ্যের দাম সরকারের কারণে বাড়েনি। বিদেশিদের নিয়ন্ত্রণে ডলার, গ্যাস ও তেল। এখানে আমাদের কিছু করার নেই। আমরা খেটে খাওয়া মানুষ।
পরিকল্পনামন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। তারা একেক সময় একেক কথা বলে। রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫