আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এখন ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানায়। আর টুইটার নিজের আয়ত্তে নিয়ে নানা কাণ্ড ঘটিয়ে চলেছেন টেসলার প্রধান নির্বাহী। আর মাস্কের এমন কাণ্ড ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে টুইটার বিশ্ব জুড়ে মিথ্যে ছড়িয়ে দিচ্ছে।
বাইডেন বলেন, ‘এখন আমরা সবাই দেখছি যে, ইলন মাস্ক একটি সরঞ্জাম কিনেছেন; যা বিশ্ব জুড়ে মিথ্যা উগরে দিচ্ছে। আমরা সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনো সম্পাদক নেই…কোনো সম্পাদক নেই।’
ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, সেদিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘আমাদের বাচ্চারা এখন ঝুঁকিতে রয়েছে; তারা যে (টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার) ব্যাপারটি বুঝবে-তা আমরা কীভাবে আশা করব?’
সূত্র: রয়টার্স
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০