জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা । এসব ময়লা-আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ভোগের কোন শেষ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিস্কার -পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত রয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিক কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা। যিনি একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন । অথচ জগন্নাথ হলের গেটে দেখা যায় ময়লা আবর্জনার বড় স্তূপ। শুধু জগন্নাথ হল নয়, বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল,ডাকসু ভবন, টিএসসি,ফুলার রোড এলাকায় সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় এসব এলাকায় ময়লা- আবর্জনার স্তূপ পড়ে আছে।
এসব স্তূপে নিয়মিত দলবেঁধে কাকপক্ষী উড়াউড়িতে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মেহেদী হাসান রুমী জানান, নীলক্ষেত গণতন্ত্র তোরণ থেকে চানখারপুল এবং চারুকলা অনুষদের সামনে থেকে জগন্নাথ হলের গেট পর্যন্ত অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ আছে। নিয়মিত পরিষ্কার না করায় এসব ময়লার ডাস্টবিন থেকে দুর্গন্ধ বের হয়। ফলে আমাদের কে নাক চেঁপে ধরে হাঁটতে হয়।
টিএসসি থেকে দোয়েল চত্বর যাওয়ার সড়কটি দেখলে মনে হবে যেন ময়লা-আবর্জনার ভাগাড়। শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকা শিববাড়ি গেটের সামনেও দেখা যায় বিশাল ময়লা-আবর্জনার স্তূপ।ক্যাম্পাসে পরিস্কার -পরিচ্ছন্নতার সমন্বয়ের দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ডিপার্টমেন্টের পরিচালক ফাতেমা নুসরাত বিশ্ববিদ্যালয়ে ময়লা- আবর্জনার স্তূপের জন্য সিটি কর্পোরেশন কে দায়ী করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ নিজামুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের স্টেট ডিপার্টমেন্ট এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর সমন্বয় করলে ক্যাম্পাস পরিস্কার -পরিচ্ছন্ন রাখা সম্ভব।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩