জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রশিক্ষিত যুব, উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১ নভেম্বর ২০২২ইং) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে বর্ণিল আয়োজনে একটি র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুব দিবসের আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন নাথ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো:আমান উল্লাহ খান,মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো:হুমায়ুন কবির পাটোয়ারি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোতাসিন বিল্ল্যা, উপজেলা নির্বাচন অফিসার মো:আশরাফুল আলম সহ বিভিন্ন যুব ক্লাবের সদস্য, যুব রেডক্রিসেন্ট,শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে না থেকে বেকারত্ব রোধে প্রশিক্ষন থেকে অর্জনকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে । তিনি মোবাইল ফোনের আসক্তি ও মাদকাসক্তির মতো জীবন ধ্বংসকারী পথ পরিহার করার আহবান জানিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুব সমাজকে যুক্ত হওয়ার আহবান জানান । এছাড়াও যুব উন্নয়ন ক্লাবের সদস্যদের মধ্যে কেউ যদি ইভটিজিং, মাদকাসক্তি সহ অন্য কোন অপরাধের সাথে যুক্ত থাকে তার সম্পর্কে আইন শুঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেয়ার আহবান জানান তিনি । আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব প্রশিক্ষন প্রাপ্ত নাজমা বেগমকে ৭৫ হাজার ও মৎস চাষে প্রশিক্ষিত যুবক মোশাররফ হোসেনের হাতে এক লক্ষ টাকার যুব ঋনের চেক তুলেদেন।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০