বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের টনকী যুব সমাজের উদ্যোগে, কবরবাসীর স্মরণে বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার টনকী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন, সাবেক পোস্টমাস্টার, বিশিষ্ট সমাজসেবক, টনকি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইসহাক ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামের বিশিষ্ট মুরব্বি, ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযুদ্ধা মিয়া আব্দুল মতিন ভুঁইয়া, অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভুইয়া।
টনকী সাদেকুল উলুম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেবের সঞ্চালনায় মাহফিলের কোরআন ও হাদিস থেকে নসিহত পূর্ণ বয়ান পেশ করেন, টনকী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী, টনকী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা নোমান আল-হাবিব, ঢাকা কেরানীগঞ্জ বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা রইসুল ইসলাম মাদানী সাহেব। মাহফিলে প্রধান বক্তা হিসেবে, পিতা মাতার খেদমত ও আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাকওয়া সম্পর্কে বয়ান পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, ফেনী জামিয়া ফজলুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান জামী।
এছাড়াও কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সংগীত, হামদ, নাত সহ স্থানীয় ওলামা কেরামগণ আলোচনা পেশ করেন। ওয়াজ শুনতে উপজেলা ও ইউনিয়ন এর বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক মুসলিম ধর্মপ্রাণ শ্রোতা উপস্থিত হন। ওয়াজ মাহফিলে টনকী গ্রাম উন্নয়ন কমিটির সাবেক ও বর্তমান সদস্যগণ, টনকি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান সদস্যগণ, যুবসমাজ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩