স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে দুর্বল নামিবিয়ার বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। এরপরই স্বরূপে ফিরে আসেন দাসুন শানাকারা। দুর্দান্ত কয়েকটি জয় দিয়ে প্রথম পর্বের বৈতরণী পার করে এখন সেমিফাইনালের দৌড়ে দলটি।
আজ দুপুরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি লঙ্কানরা। আর এ ম্যাচে কিউইদের হারিয়ে দিতে পারলেও গ্রুপ-১ কে জমিয়ে তুলবে শ্রীলংকা।
বৃষ্টির কারণে কয়েকটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এই গ্রুপের পয়েন্ট টেবিল এমনিতেই জমজমাট অবস্থা। যে কারণে আজকের ম্যাচে শ্রীলংকা জিতলে গ্রুপ ওয়ানে আরও জট পাকাবে সেমিফাইনালের ওঠার অঙ্ক।
তবে এটা নিশ্চিত শনিবার সিডনিতে যে দলই জিতবে, গ্রুপ ওয়ানের এক নম্বরে সে দলই থাকবে।
দাসুন শানাকার দল কেইন উইলিয়ামসনদের হারিয়ে দিলে কোন দলের কি ক্ষতি বা লাভ! তা জানার আগে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিল দেখে নিই –
১. নিউজিল্যান্ড: ২ ম্যাচে ৩ পয়েন্ট।
২. ইংল্যান্ড: ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
৩. আয়ারল্যান্ড: ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
৪. অস্ট্রেলিয়া: ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
৫. শ্রীলঙ্কা: ২ ম্যাচে ২ পয়েন্ট।
৬. আফগানিস্তান: ৩ ম্যাচে ২ পয়েন্ট।
সেক্ষেত্রে আজ নিউজিল্যান্ড জিতলে তারা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করবে। তারা গ্রুপের শেষ ২টি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সেক্ষেত্রে ১টি ম্যাচ জিতলেই তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।
হেরে গিয়ে শ্রীলংকা ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়েই থাকবে। ফলে শেষ ২টি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ৬ হবে।
অস্ট্রেলিয়া প্রত্যাশা মতো তাদের শেষ ২টি ম্যাচে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারালে শ্রীলংকার পক্ষে সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়া সম্ভব হবে না।
আর শ্রীলংকা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তবে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের এক নম্বর দলে পরিণত হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া, চার দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৩ ম্যাচে ৩।
সেক্ষেত্রে কোন দল শেষমেশ সেমিফাইনালে যাবে, তা অনুমান করাও মুশকিল হয়ে দাঁড়াবে তখন। আপাতত ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করা আফগানিস্তানের পক্ষে সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব বলে মনে হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩