স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথ কার্যত প্রায় বন্ধ হয়ে গেছে পাকিস্তান দলের।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরে ভীষণ হতাশ শোয়েব আখতার। সাবেক গতি তারকার মতে, পাকিস্তানের হারের পরে এবার বড় পরাজয় ঘটতে পারে ভারত দলেরও।
সেমিফাইনালেই শেষ হবে ভারতের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন, এমন ভবিষ্যদ্বাণী করলেন শোয়েক আখতার।
শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, আগেই বলেছি যে পাকিস্তান এই সপ্তাহে বিশ্বকাপ থেকে ফিরবে এবং ভারত পরের সপ্তাহে সেমিফাইনাল খেলে ফিরবে। তারাও কোনো তিস মার খান নন।
শোয়েব যখন এমন কথা বলছিলেন, তখন গ্রুপ-২ এ টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ভারতের বাকি ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে হারের পর পাকিস্তান দলের উপর ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার।
এ নিয়ে টুইটে একটি ভিডিওতে শোয়েব বলেছেন, ‘আমাদের মিডিয়ার কাছে জবাব দিতে হবে। ভারতকে জবাব দিতে হবে। আমরা এখন কি উত্তর দেব? এটা খুব অস্বস্থিকর। এখন দলের আর কিছুই বাকি নেই। জয়ের ম্যাচটা ভারতের হাতে তুলে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম যে পাকিস্তান এই সপ্তাহে ফিরে আসবে এবং ভারতও সেমিফাইনাল খেলে ফিরে আসবে।’
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস আরও বলেন, ‘এটি খুব বিব্রতকর। আমি খুবই হতাশ হয়েছি। মধ্যমানের খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট দিয়ে চলছে দল। সবকিছু নিজে নিজেই হয়ে যাবে না। নিজে থেকে কিছু হয় না, সবকিছুই নিজেদের করতে হয়।’
বাবররের উদ্দেশ্যে শোয়েব বলেন, ‘জিম্বাবুয়ের কাছে হেরে গেছ। তুমি বুঝতে পারছেন না যে আপনার ক্রিকেট তলিয়ে যাচ্ছে। নির্বাচক থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান কারোরই বুদ্ধি নেই যে, কাকে বেছে নেওয়া উচিত আর কাকে নয়। তোমার খেলানো উচিত ৪ বোলারকে কিন্তু তুমি খেলাচ্ছ ৩ জন।’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৪.২৫